Tuesday 16 April 2019

সেইলের অবসরপ্রাপ্তরা মেডিক্লেম নিয়ে বিপাকে : প্রতিবাদ-বিক্ষোভ




দুর্গাপুর,১৬ই এপ্রিল : সেইলের প্রায় ১ লক্ষ ৪০ হাজার অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-আধিকারিক ও তাদের স্ত্রী-বিধবারা যারা মেডিক্লেম বিমার মারফত চিকিৎসার সুযোগ পান তারা সেইলের সাম্প্রতিক ঘোষনায় বিপাকে পড়েছেন । ২০১৯-২০ সালের মেডিক্লেম বিমার মেয়াদ শেষ হয়েছে গত ১০ই এপ্রিল । সেইলের ওয়েব সাইটে নতুন মেডিক্লেম বিমার প্রিমিয়াম একতরফা ভাবে ৪০% বৃদ্ধির ঘোষনা হতেই বিক্ষোভ ছড়ায় । তখন সেইলের পক্ষ থেকে তড়িঘরি এই নির্দেশ প্রত্যাহার করে নতুন নির্দেশে পুরানো প্রিমিয়ামে আরও তিন মাসের জন্য ইউনাইটেড ইনস্যুরেন্স এর  মেডিক্লেম বিমার মেয়াদ বাড়ানো হয় । তবে এই তিন মাসের প্রিমিয়াম নতুন করে জমা দিলেই বিমার সুযোগ মিলবে । এখানেই আশংকা তৈরি হয়েছে । অবসরপ্রাপ্তরা ও কর্মরতারা মনে করছে মোদি সরকার জিতে ফিরলে মেডিক্লেম বিমা তুলে দেওয়া হবে । কারন ইতিমধ্যে সেইল বোর্ডে বেসরকারী সদস্যরা এই বিষয়ে চাপ সৃষ্টি করছে । এই বিষয়ে বিরোধীতা করে সেইল রিটায়ার্ড ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আজ সেইলের সর্বত্র বিক্ষোভের ডাক দেওয়া হয় । টি.এ.বিল্ডিং এ দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের যৌথ বিক্ষোভ হয় । বক্তব্য রেখেছেন সত্যরঞ্জন দাস,অশোক চক্রবর্তী,ব্রজমানিক চক্রবর্তী,আর.পি.গাঙ্গুলী ( এক্স এমপ্লঃ ওয়েলফেয়ার অ্যাসোঃ),কাজল মজুমদার ( হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন,সি.আই.টি.ইউ),স্বপন মজুমদার (সেইল রিটায়ার্ড ফেডারেশন অফ ইন্ডিয়া ) এবং পি.কে.দাস ( স্টিল ওয়র্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া, সি.আই.টি.ইউ) । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর পক্ষ থেকে মেডিক্লেম বিমা সংক্রান্ত বিষয় এন.জে.সি.এস আলোচনায় অন্তর্ভূক্ত করার দাবি জানানো হয়েছে । সেইল রিটায়ার্ড ফেডারেশন অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে ভারতের সেরা হাসপাতাল গুলির সাথে সেইলের সরসরি চুক্তির ভিত্তিতে চিকিৎসার সুবন্দোবস্ত করার দাবি জানানো হয়েছে । সমাবেশ চলাকালিন কর্তৃপক্ষের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেয় যৌথ প্রতিনিধিদল ।



No comments:

Post a Comment