Saturday 13 April 2019

বিজেপি অথবা তৃণমূল তাদের আগের নির্বাচনী প্রতিশ্রুতি ভুলেও মুখে আনছে না : মীণাক্ষী মুখার্জী ।




দুর্গাপুর,১৩ই এপ্রিল : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীতে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী আভাস রায়চৌধুরীর সমর্থনে জন সভায় একথা বলেন ডি.ওয়াই.এফ.আই এর রাজ্য সভানেত্রী মীণাক্ষী মুখার্জী । তিনি অভিযোগ করেন বিজেপি অথবা তৃণমূল কোটি কোটি বেকারের চাকুরী প্রতিশ্রুতি দিয়েছিল । কিন্তু গত পাঁচ বছরে নতুন চাকুরীর বদলে রেকর্ড সংখ্যক বেকার সৃষ্টি করেছে । এই তথ্য তারা গোপন করার চেষ্টা করেছে । কর্পোরেটের কাছে টিকি বাধা রয়েছে উভয় দলের । তাই উভয় দল রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র কে ধ্বংস করছে । শশ্মানে পরিনত করার দিকে ঠেলে দিয়েছে দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চল কে ।চাষীরা দেনার মধ্যে ডুবে গেছেন ,আত্মহত্যা করছেন। অন্যদিকে মোদি সরকার বদান্যতায় কর্পোরেটেরা রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে । বামপন্হীদের লড়াই এর জন্য সম্ভব হয়েছিল দুর্গাপুর ইস্পাত ও ইস্কোর আধুনিকীকরন সম্ভব হয়েছিল । সম্ভব হয়েছিল রেগার কাজ । বাজপেয়ী সরকারের আমলে প্রায় ধ্বংস দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চল কে রক্ষা করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার । আজও লাল ঝাণ্ডার লড়াই এর জন্যই টিকে আছে অ্যালয় স্টিল প্ল্যান্ট থেকে কয়লা খনি অঞ্চল । এই সব জনবিরোধী নীতি আড়াল করতে  বিজেপি ও তৃণমূল গনতন্ত্র ধংসের নীতি ও সাম্প্রদায়িকতার নীতি নিয়েছে । তাই জনগনের স্বার্থ রক্ষা করতে  উভয় দল কে পরাস্ত করে সংসদে বামপন্হীদের সংখ্যবৃদ্ধি করতে হবে । এই লক্ষ্যে তিনি সি.পি.আই.(এম) প্রার্থী আভাস রায়চৌধুরী কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান ।
ইস্পাতনগরীর শিবাজী রোড ও উইলিয়াম কেরী মোড়ে দুটি পৃথক সভায় তিনি বক্তব্য রাখেন । এছাড়াও বক্তব্য রেখেছেন জীবন আইচ,ললিত মিশ্র ও ডি.ওয়াই.এফ.আই এর রাজ্য কমিটির সদস্য মনোজ মুখার্জী ।













No comments:

Post a Comment