Saturday 20 April 2019

ইস্পাতনগরীতে তরুন বামফ্রন্ট প্রার্থী আভাস রায়চৌধুরীর পক্ষে ভোটের পালে হাওয়া স্পষ্ট : চলছে নিবিড় প্রচার-মিটিং-মিছিল ।




দুর্গাপুর,২০শে এপ্রিল : আপাতদৃষ্টিতে ইস্পাতনগরী কে দেখলে মনে হবে না সামনে নির্বাচন আছে । কারন নির্বাচন কমিশনের কড়াকড়িতে দেওয়াল ফাঁকা। কাগজের পোষ্টার ও কিছু ফেষ্টুন ইতিউতি দেখা যাচ্ছে । কিন্তু সে সবের অভাব পুষিয়ে দিচ্ছে বাম কর্মিদের অক্লান্ত প্রচার । বাড়ী বাড়ী, বারে বারে – এই প্রচার কৌশলে ইস্পাতনগরীর মহল্লায়,মহল্লায় এবং কারখানার বিভাগে বিভাগে কর্মিরা মানুষের কাছে বামফ্রন্টের বার্তা পৌঁছে দিচ্ছেন , আন্তরিক আলোচনা করছেন । অবশ্য গত পাঁচ বছরের প্রায় পুরো সময় ইস্পাতনগরীর সময় কেটেছে সংগ্রামী আবহাওয়ায় । অ্যালয় স্টিল বাঁচাও-দুর্গাপুর ইস্পাত বাঁচাও-দুর্গাপুর বাঁচাও আন্দোলনের পুরোধা ইস্পাত শ্রমিক ও সংলগ্ন অঞ্চল সহ ইস্পাতনগরীর কাছে মোদি সরকারের ভয়াবহ জনস্বার্থ বিরোধী নীতি পুরোপুরি উন্মোচিত । একই সাথে প্রত্যক্ষ অভিজ্ঞতায় প্রমান পেয়ে গেছেন মমতা ব্যানার্জী নেতৃত্বাধীন তৃণমূল সরকারে ভয়ংকর স্বৈরতান্ত্রিক শ্রমিক স্বার্থ সংহার নীতির । ৪০০০ ইস্পাত ঠিকা শ্রমিক কে সি.আই.টি.ইউ করার অপরাধে কাজের জায়গা থেকে উচ্ছেদ করে মোটা টাকার বিনিময়ে বহিরাগতদের কাজে ঢুকিয়ে দিয়ে একশ্রেনীর তৃণমূলের নেতা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন ।  কোঃ অপঃ থেকে ব্যাঙ্ক,ভবন থেকে পৌরসভা – ভোট লুট করে তৃণমূল মানুষের গনতান্ত্রিক অধিকার পিষে মেরেছে । কিন্তু এত করেও ইস্পাত শ্রমিক ও সংলগ্ন অঞ্চল সহ ইস্পাতনগরীর জনগনের সংগ্রামী চেতনা কে বাগে আনতে ব্যর্থ হয়েছে তৃণমূল ও বিজেপি । চরম সন্ত্রাসের মাঝেও ২০১১ ও ২০১৫ এই দুই বারই দুর্গাপুরের সর্ববৃহৎ কারখানা দুর্গাপুর ইস্পাতে শ্রমিক ইউনিয়ন নির্বাচন সি.আই.টি.ইউ সর্ব বৃহৎ ইউনিয়নের স্বীকৃতি পায় ও ২০১৬ বিধানসভা নির্বাচনে সিপিআই(এম) প্রার্থী দুর্গাপুর(পূর্ব) কেন্দ্রে জয়ী হয় । তাই নির্বাচন সংগ্রামে একধাপ এগিয়ে থেকেই তরুন সিপিআই(এম) প্রার্থী আভাস রায়চৌধুরী লোকসভার নির্বাচনের প্রচার শুরু করেছেন । অন্যদিকে যখন মোদি সরকার  অ্যালয় স্টিল প্ল্যান্টের বিক্রির কথা ঘোষনা করেন তখন থেকে শুরু করে আজ পর্যন্ত লাল ঝাণ্ডা লড়াই এর নেতৃত্ব দিলেও রাজ্যের মুখ্যমন্ত্রী ও এলাকার সাংসদ আজও নীরব । অন্যদিকে অ্যালয় স্টিল প্ল্যান্টের বিক্রির প্রক্রিয়ার মাঝে কেন্দ্রিয় মন্ত্রি বাবুল সুপ্রিয় অ্যালয় স্টিল প্ল্যান্টের বিক্রি না হওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বিপরীত ঘটনা হয়েছে । তাই প্রথম থেকেই বিজেপি ও তৃণমূল কে অনেকটা পিছিয়ে ফেলে সিপিআই(এম) প্রার্থী আভাস রায়চৌধুরী ইস্পাত শ্রমিক ও সংলগ্ন অঞ্চল সহ ইস্পাতনগরীর মানুষের কাছের মানুষ হয়ে উঠেছেন । কারন তারা আশা করছেন আভাস রায়চৌধুরী জয়ী হলে অ্যালয় স্টিল বাঁচাও-দুর্গাপুর ইস্পাত বাঁচাও-দুর্গাপুর বাঁচাও আন্দোলনের কথা সংসদে উঠবে । বাঁচবে দুর্গাপুর । আজ দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর ডাকে ইস্পাত শ্রমিকদের প্রত্যয়ী জমায়েত আভাস রায়চৌধুরী কে জয়ী করার ডাক দেওয়া হয় । বক্তব্য রাখেন প্রদ্যুৎ মুখার্জী ও যুব নেতা হেমন্ত প্রভাকার । বিকালে ইস্পাতনগরীর শিবাজী রোড থেকে স্টিল মার্কেটে আভাস রায়চৌধুরী কে জয়ী করার ডাক দিয়ে এক বিশাল মিছিল হয় । মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,কাজল চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।







No comments:

Post a Comment