Sunday 7 April 2019

ধান্দার পুঁজিবাদের নৈরাজ্যের অবসান ঘটাতে পারে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন : তপন সেন ।




দুর্গাপুর,৭ই এপ্রিল: আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনের মুক্ত মঞ্চে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত অজিত মুখার্জীর স্মরণ সভায় একথা বলেন সি.আই.টি.ইউ এর সর্ব ভারতীয় সম্পাদক তপন সেন তিনি বলেন যে দুর্গাপুরের ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের অন্যতম স্হপতি ছিলেন অজিত মুখার্জী সি.আই.টি.ইউ এর পঃ বঙ্গ রাজ্য সম্পাদক অনাদি সাহু বলেন যে সন্ত্রাসের মধ্যে সংগঠন কে মজবুত এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর প্রয়াত অজিত মুখার্জীর অন্যন্য অবদান ভারতের শ্রমিক আন্দোলন মনে রাখবে এছাড়াও বক্তব্য রেখেছেন অন্যান ট্রেড ইউনিয়ন গুলির নেতৃবৃ্ন্দ ।সভার শুরুতে প্রয়াত অজিত মুখার্জীর প্রতিকৃতিতে মাল্যদান করেন তপন সেন,অনাদি সাহু,রথিন রায়,জীবন রায়,বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী,বিধায়ক সন্তোষ দেবরায় সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন বিভিন্ন গণ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রয়াত অজিত মুখার্জীর আত্মীয়-পরিজনেরা শোক প্রস্তাব পাঠ করেন অরুন চৌধুরী সঞ্চালনা করেন স্বপন মজুমদার সভার শেষে প্রয়াত অজিত মুখার্জীর উপরে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয় তথ্যচিত্রটি নির্মান করেছেন প্রয়াত অজিত মুখার্জীর পুত্র শৌভিক মুখার্জী
এদিকে আজ সকালে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সি.পি.আই.(এম) প্রার্থী আভাস রায় চৌধুরীর সমর্থনে ,ইস্পাতনগরীর বি-জোনের এডিসন রোড থেকে বঙ্কিমচন্দ্র এভিন্যু পর্যন্ত এক বর্ণাঢ্য পদযাত্রা হয় । নেতৃত্ব দিয়েছেন সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী,স্বপন ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । 
















No comments:

Post a Comment