Wednesday 17 April 2019

পানীয় জল ও মেডিক্লেমের বিষয়ে দুর্গাপুর ইস্পাতে শ্রমিক বিক্ষোভ ।





দুর্গাপুর,১৭ই এপ্রিল: আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর ডাকে  দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে ইডি(পি এ্যান্ড এ)-এর দফ্তরের সামনে শ্রমিকরা পানীয় জল ও মেডিক্লেমের বিষয়ে বিক্ষোভ দেখান । বিগত বেশ কিছু দিন ধরে ইস্পাতনগরীতে জল সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে । দু বেলা জল সরবরাহ হচ্ছে না । গরম পড়ার সাথে সাথে পানীয় জল সংকটে নাজেহাল ইস্পাতগরীর বাসিন্দারা । ইস্পাতনগরীতে জল সরবরাহের একমাত্র উৎস দামোদর নদের উপরে তৈরি দুর্গাপুর ব্যারেজের চ্যানেলে পলি পড়ে অনেকটাই নাব্যতা হারিয়েছে । এই বিষয়ে বার বার ইউনিয়নের তরফে কর্তৃপক্ষ কে জানিয়ে কোন ফল হয় নি বলে আজকের সমাবেশে বক্তারা অভিযোগ করেছেন । অন্যদিকে ইস্পাতনগরীতে কিছু টিউবওয়েল বসালেও,নিয়মিত রক্ষণাবেক্ষনের অভাবে বেশিরভাগ কাজ করে না । পানীয় জলের পাইপ ৬০ বছরের বেশী সময় ধরে থাকার ফলে জীর্ণ হয়ে পড়েছে । এছাড়াও রয়েছে অবৈধ ভাবে জলের ব্যবহার । এরফলে ইস্পাতনগরীতে মাঝে মধ্যেই তীব্র পানীয় জল সংকট তৈরি হচ্ছে । এই অবস্হার আশু প্রতিকার না হলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দিয়েছেন বক্তারা । অন্যদিকে মেডিক্লেম নিয়ে সেইল কর্তৃপক্ষের টালবাহানার তীব্র নিন্দা করে বক্তারা মেডিক্লেম কে এন.জে.সি.এস এর আলোচনায় অন্তর্ভূক্তির দাবি জানিয়েছেন । বিক্ষোভ সমাবেশ চলাকালিন এক প্রতিনিধিদল ইডি ( পি এ্যান্ড এ)-এর কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দেয় । বক্তব্য রেখেছেন প্রকাশতরু চক্রবর্তী,প্রদ্যুৎ মুখার্জী,কাজল মজুমদার,পি কে দাস ও সন্তোষ দেবরায় ।

No comments:

Post a Comment