Friday 30 November 2018

ট্রেণিদের উপরে সি.আই.এস.এফ এর বল-প্রয়োগের তীব্র নিন্দা করল সিআইটিইউ ।




দুর্গাপুর,৩০শে নভেঃ: আজ দুর্গাপুর হাউসে কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রী রাও বীরেন্দ্র চৌধুরির সাথে দেখা করতে চেয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার আন্দোলনরত ট্রেণিরা  সি.আই.এস.এফ এর লাঠিচার্য ও বল-প্রয়োগের চরম লাঞ্ছনার শিকার হলেন।  স্হায়িকরন ও অন্যান্য দাবি-দাওয়ার জন্য আন্দোলনরত ট্রেণিদের পাশে থেকে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) ধারাবাহিক লড়াই চালাচ্ছে । আজকের ঘটনার তীব্র নিন্দা করে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী বলেছেন যে বেকারদের কাজ দেওয়ার বদলে কেন্দ্রিয় ও রাজ্য সরকার উভয়েই প্রবঞ্চনা করছে । আজকে  ট্রেণিদের উপরে আক্রমনের ঘটনা তারই  বহিঃপ্রকাশ ।
এদিকে কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রী রাও বীরেন্দ্র চৌধুরি,কেন্দ্রিয় ইস্পাত সচিব,সেইলের চেয়ারাম্যান, দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের সিইও সহ অন্যান্য উচ্চপদস্হ আধিকারিকদের উপস্হিতিতে ট্রেড ইউনিয়ন গুলির সাথে আলোচনায় সিআইটিইউ এর পক্ষ থেকে অবিলম্বে অ্যালয় স্টিল প্ল্যান্টের বিলগ্নিকরনের প্রস্তাব বাতিল,দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকিকরন-সম্প্রসারন, অ্যালয় স্টিল প্ল্যান্টের জন্য সরকারি বরাতের ক্ষেত্রে ইস্পাতমন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ সহ অন্যান্য বিষয়ে জোড়ালো দাবি তোলা হয় । একই সাথে বেতন-চুক্তির আলোচনা শুরু এবং পেনশন-হাউস রেন্ট সহ  বিগত বেতন-চুক্তির বিভিন্ন বিষয় কে লাগু করার জন্যও সিআইটিইউ এর পক্ষ থেকে দাবি জানানো হয়ছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন ।

No comments:

Post a Comment