Monday 5 November 2018

দীপাবলি উপলক্ষ্যে সেইল কো:-অপারেটিভ অঞ্চলে উদ্বোধন হল বুক স্টল ।




দুর্গাপুর,৫ই নভেঃ : বর্তমান সময়ে জটিল পরিস্হিতি মোকাবিলা করে জনগনের লড়াই-সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে বই হল অপরিহার্য হাতিয়ার । বই পড়া ও বিক্রি – উভয়ের বিপুল বৃদ্ধি আজকের সময়ের চাহিদা । আমাদের এই লক্ষ্যপূরণ করতেই হবে ।
আজ সন্ধ্যায় দুর্গাপুরের সেইল কো:-অপারেটিভ অঞ্চলের কবিগুরু মোড়ে ( ২য় ) ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে দীপাবলি উপলক্ষ্যে মার্কসিয় ও প্রগতিশীল সাহিত্যের বুক স্টল উদ্বোধন করতে গিয়ে একথা বলেন পার্টির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য ও দুর্গাপুর ( পূর্ব) এর বিধায়ক সন্তোষ দেবরায় । এছাড়াও বক্তব্য রেখেছেন পার্থ বসু ঠাকুর । উপস্হিত ছিলেন পার্টির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সুবীর সেনগুপ্ত , দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির সম্পাদক স্বপন ব্যানার্জী,আল্পনা চৌধুরী প্রমূখ । আগামী দু’দিনও বুক স্টল খোলা থাকবে ।







No comments:

Post a Comment