Sunday 25 November 2018

শিল্পী-সাহিত্যিক-গবেষক-সংগঠক ও পার্টি সদস্য অশোক দাসের স্মরন সভা ।




দুর্গাপুর,২৫শে নভেঃ : আজ বিকালে সেইল সমবায় অঞ্চলে নজরুল মঞ্চের মুক্তাঙ্গনে অনুষ্ঠিত হল শিল্পী-সাহিত্যিক-গবেষক-সংগঠক ও পার্টি সদস্য অশোক দাসের স্মরন সভা । গত ২২শে অক্টোবর প্রয়াত হয়েছেন অশোক দাস। ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত এই স্মরনসভায় পার্টি ও গন সংগঠনের সদস্যরা ছাড়াও উপস্হিত ছিলেন দুর্গাপুরের শিল্পী-সাহিত্যিকরা । প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে স্মরণসভার কাজ শুরু হয় । মাল্যদান করেন সন্তোষ দেবরায়,অলোক ভট্টাচার্য,রথিন রায়,সুবীর সেনগুপ্ত,পঙ্কজ রায়সরকার প্রমূখ । শোকপ্রস্তাব পাঠ করেন স্বপন ব্যানার্জী । স্মরন সভায় অশোক দাসের বহুমুখী শিল্প প্রতিভার সাথে সাথে সাংস্কৃতিক আন্দোলন ও শিক্ষক আন্দোলনের সংগঠক ও সর্বোপরি পার্টি সংগঠক হিসাবেও তার অগ্রগন্য ভূমিকার কথা আলোচনা করেন বক্তারা । ১৯৭৬ সালে তিনি পার্টি সভ্যপদ লাভ করেন । দুর্গাপুরে আসার আগে তিনি শাখা সম্পাদকের দায়িত্বও পালন করেছেন । মৃত্যুকালে তিনি ভারতীয় গণনাট্য সংঘের জেলা সভাপতি ও আদিবাসি ও লোক শিল্পী সংঘের রাজ্য কমিটির সদস্য ছিলেন । স্মৃতিচারন করতে গিয়ে পার্টি নেতৃত্ব ও বক্তারা কিভাবে প্রয়াত অশোক দাসের মত এক বড় মাপের শিল্পী-গবেষক জটিল সময়ের মধ্যেও পার্টির কাজ সমান গুরুত্ব সহকারে করে গেছেন,সহজ-সরল অনারম্বর জীবন-যাপন-মিশুকে অশোক দাস সাধারন মানুষ-সহকর্মি-ছাত্র-ছাত্রী সকলের কাছে ‘মাষ্টার মশাই’ হয়ে উঠতে পেরেছিলেন,সেই দৃষ্টান্তমূলক জীবনবোধের কথা তুলে ধরেন এবং তা অনুসরন করার আহ্বান জানান । বক্তব্য রেখেছেন সন্তোষ দেবরায়,রথিন রায়,সলিল দাসগুপ্ত,সীমান্ত তরফদার , আল্পনা চৌধুরী ও পরিবারের পক্ষ থেকে ছেলে চিত্র শিল্পী ঋত্বিক দাস।
















No comments:

Post a Comment