Sunday 11 November 2018

পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পশ্চিম বর্ধমান জেলার ১০-ম সম্মেলন উপলক্ষ্যে আলোচনা সভা ও রক্তদান শিবির ।




দুর্গাপুর,১১ই নভেঃ : আগামী ১৮ই নভেঃ দুর্গাপুরে অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ  গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পশ্চিম বর্ধমান জেলার ১০-ম সম্মেলন । এই  উপলক্ষ্যে  আজ সকালে ইস্পাতনগরীর লালা লাজপত রায় রোডে চিত্তব্রত মজুমদার ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । ১৭ জন লেখক ও শিল্পী রক্তদান করেন । উপস্হিত ছিলেন গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পশ্চিম বর্ধমান জেলা কমিটির যুগ্ম সম্পাদক অনুপ মিত্র ও সুকোমল ঘোষ, জেলা সম্মেলন উপলক্ষ্যে গঠিত অভ্যর্থনা সমিতির সভাপতি ও দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় প্রমূখ ।
সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত ১ম বর্ষ সুধীর রায় স্মারক বক্তৃতায় বক্তব্য রাখেন বিশিষ্ট অধ্যাপিকা ঈশিতা মুখার্জি । “ আক্রান্ত গনতন্ত্র,সাম্প্রদায়িকতার বিপদ ও আমাদের কর্তব্য “ – শীর্ষক আলোচনাসভায় কিভাবে সারা দেশ ও রাজ্যে গনতন্ত্র আক্রান্ত হয়েছে সে বিষয়ে বিশ্লেষন করতে গিয়ে তিনি বলেন যে পঃ বঙ্গে ২০১১ সাল থেকে মমতা ব্যানার্জী ও ২০১৪ সালে সারা দেশে মোদির বিরুদ্ধে কোন সমালোচনা করলেই আক্রান্ত হওয়ার বিপদ তৈরি হয়েছে । পঃবঙ্গ ২০১১ সাল থেকে গনতন্ত্রের ও জনজীবনের উপর যে নগ্ন আক্রমন প্রত্যক্ষ করছে,২০১৪ সালের পর থেকে সারা দেশ সেই আক্রমন প্রত্যক্ষ করছে । অপরদিকে কর্পোরেট লুঠ আড়াল করতে সারা দেশ জুড়ে আর.এস.এস সহ হিন্দুত্ববাদি শক্তি খোলাখুলিভাবে সাম্প্রদায়িক বিভাজনের কর্মসূচি নিয়েছে । পঃ বঙ্গে এই শক্তির সাথে ‘প্রতিযোগিতামূক সাম্প্রদায়িকতা’ মেতেছে তৃণমূল কংগ্রেস । ফলে পঃ বঙ্গ কে দুই অপশক্তির মুখোমুখি হতে হয়েছে । ফ্যাসিস্ত সুলভ এই আক্রমন রুখতে তিনি সমাজের সর্বস্তরের মানুষ কে ঐক্যবদ্ধ করার জন্য এখনই সচেতন হওয়ার জন্য আবেদন জানান ।
এছাড়াও বক্তব্য রেখেছেন সন্তোষ দেবরায় ও অনুপ মিত্র ।















No comments:

Post a Comment