Wednesday 7 November 2018

ইস্পাতনগরীতে মহান নভেম্বর বিপ্লবের ১০১-তম বার্ষিকি পালিত হচ্ছে ।




দুর্গাপুর,৭ই নভেঃ : বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ইস্পাতনগরীতে মহান নভেম্বর বিপ্লবের ১০১-তম বার্ষিকি পালিত হচ্ছে । আজ সকালে মূল কর্মসূচী অনুষ্ঠিত হয় আশিস-জব্বার ভবনে । সেখানে রক্তপতাকা উত্তোলন করেন রথিন রায় । এর পরে মার্কস-এঙ্গেলস-লেনিন-স্তালিনের প্রতিকৃতিতে মাল্যদান করেন রথিন রায়,সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,স্বপন ব্যানার্জী,কাজল চ্যাটার্জী,দিপক ঘোষ প্রমূখ । ইতিমধ্যে রক্তপতাকা ও লাল আলোকমালায় সেজে উঠেছে আশিস-জব্বার ভবন,বি.টি.রণদিভে ভবন,এ.এস.পি ইউনিয়ন দফ্তর ও চিত্তব্রত মজুমদার ভবন । এই উপলক্ষ্যে আয়োজিত হয়েছে তিন টি পৃথক মার্কসিয় ও প্রগতিশীল সাহিত্যের বুক স্টল । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে মহান নভেম্বর বিপ্লবের ১০১-তম বার্ষিকি উপলক্ষ্যে আগামি কাল তিলক ময়দানের বুক স্টলে স্বেচ্ছায় মরোণত্তোর দেহদানের জন্য অঙ্গীকার এর কর্মসূচি পালন করা হবে ।












No comments:

Post a Comment