Friday 30 November 2018

৬ই ডিসেঃ সাম্প্রদায়িক-সম্প্রীতি ও সংবিধান-রক্ষার মহামিছিলের জন্য প্রস্তুতি শুরু ।




দুর্গাপুর,৩০শে নভেঃ : আজ সন্ধ্যায় আগামী ৬ই ডিসেঃ সাম্প্রদায়িক-সম্প্রীতি ও সংবিধান-রক্ষার মহামিছিলের জন্য প্রস্তুতির উদ্দ্যেশে ইস্পাতনগরীর বি.টি রণদিভ ভবনে এক সভা হয় । দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় এর লিখিত আহ্বানে সাড়া দিয়ে এই সভায় যোগদান করেন বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক সংগঠন এবং ট্রেড ইউনিয়ন,রাজনৈতিক দল ও গন সংগঠনের নেতৃবৃন্দ । সভায় বিভিন্ন বক্তা বর্তমান সময়ে কেন্দ্রে আর.এস.এস এর প্রভাবাধীন বিজেপি পরিচালিত এন.ডি.এ সরকারের মদতে দেশে ধর্মীয় ফ্যাসিবাদের অশনি সংকেত ও সংবিধান ধ্বংস করার প্রবনতার তীব্র বিরোধীতা করে সারা দেশের সাথে  ইস্পাতনগরীতেও আগামী  ৬ই ডিসেঃ বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকি ও বাবাসাহেব আম্বেদকারের মৃত্যুদিবসে সাম্প্রদায়িক-সম্প্রীতি ও সংবিধান-রক্ষার মহামিছিলের জন্য ঐক্যমত প্রকাশ করেন । ঐ দিন বেলা সাড়ে তিন টায় নেতাজি ভবনের সামনে ডঃ বিধানচন্দ্র রায়ের মূর্তির পাদদেশ থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত মহামিছিল হবে । সভায় সভাপতিত্ব করেন প্রবীন শ্রমিক নেতা রথিন রায় ।



No comments:

Post a Comment