Wednesday 28 November 2018

এইচ.এস.ই.ইউ এর ডাকে অবিলম্বে ইস্পাত শিল্পে বেতন-চুক্তির দাবিতে শ্রমিক বিক্ষোভ ।




দুর্গাপুর,২৮শে নভেঃ : রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা সেইল ও আর.আই.এন.এল এর বেতন-চুক্তির( এন.জে.সি.এস) নির্ধারিত সময়ের পর প্রায় দুই বছর অতিক্রান্ত হলেও এখনও বেতন-চুক্তির আলোচনা শুরু করে নি কর্তৃপক্ষ । অন্য দিকে পেনশন-হাউস রেন্ট সহ  বিগত বেতন-চুক্তির বিভিন্ন বিষয় কে লাগু করার বিষয় কর্তৃপক্ষ এড়িয়ে যাচ্ছে । আজ এই সব বিষয়ে অবিলম্বে সমাধান চেয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীরা কারখানার ইডি(ওয়ার্কস)-এর দফ্তের সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ)-এর ডাকে সমবেত হয়ে জোড়ালো বিক্ষোভ দেখান । অন্যান্য দাবি ছাড়াও ট্রেণিদের স্হায়িকরন ও অন্যান্য দাবি এবং সেফটি –সংক্রান্ত বিষয়ে দাবিতেও আজকের সমাবেশ সোচ্চার হয় । সমস্ত দাবির সমাধান জানিয়ে ইউনিয়নের এক প্রতিনিধিদল ইডি(ওয়ার্কস)-এর কাছে স্মারকলিপি জমা দেয় । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী , ললিত মিশ্র ও প্রদ্যুৎ মুখার্জি ।







No comments:

Post a Comment