Friday 23 November 2018

৮-৯ই জানুঃ দেশ ব্যাপি সাধারন ধর্মঘট সফল করার জন্য ইস্পাত শ্রমিকদের কনভেনশন ।




দুর্গাপুর,২৩শে নভেঃ : আজ সন্ধ্যায় সি.আই.টি.ইউ-ভুক্ত ইউনিয়ন গুলির ডাকে ইস্পাতনগরীর বি.টি.রনদিভে ভবনে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিক-কর্মচারিদের যৌথ কনভেনশন অনুষ্ঠিত হয় । ১০-টি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ও ২৭টি সর্ব ভারতীয় ফেডারেশনের আহুত আগামী ৮-৯ই জানুঃ ১২-দফা দাবিতে দেশ ব্যাপি সাধারন ধর্মঘট সফল করার জন্য ইস্পাত শ্রমিকদের জোড়ালো প্রস্তুতির আহ্বান জানান নেতৃবৃ্ন্দ । ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু হয়েছে । দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে চলছে অভূতপূর্ব শিল্প-সংকট । একের পর এক কারখানা বন্ধ হচ্ছে । হাজার হাজার শ্রমিক কাজ হারিয়েছেন । নতুন শিল্প আসে নি । ১২-দফা দাবির সাথে যুক্ত হয়েছে দুর্গাপুর বাঁচাও-এএসপি বাঁচাও-ডিএসপি বাঁচাও আন্দোলনের দাবি সমূহ । কনভেনশন থেকে দুর্গাপুরে আগামী ৩রা ডিসেঃ সূর্যকান্ত মিশ্র ও আগামী ৮ই ডিসেঃ তপন সেন,সঞ্জীব রেড্ডি সহ সর্বভারতীয় শ্রমিক নেতৃবৃন্দের উপস্হিতিতে শ্রমিক কনভেনশন কে সফল করার সিদ্ধান্ত গৃহীত হয় । এর সাথে গত ১৯শে নভেঃ দিল্লিতে অনুষ্ঠিত সেইলে-র প্রোডাকশান-প্রোডাক্টিভিটি কমিটির মিটিং এর বিবরন দেওয়া হয় । ঐ মিটিং-এ সি.আই.টি.ইউ পুনরায় অ্যালয় স্টিল প্ল্যান্টের বিক্রির নির্দেশ অবিলম্বে বাতিল, অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারন,পেনশন-হাউস রেন্ট সহ বিগত এনজেসিএস এর বকেয়ার ফয়সালা,হাসপাতাল-জল-বিদ্যুৎসহ ইস্পাতনগরীর সামগ্রিক নাগরিক পরিষেবার উন্নতির জন্য প্রয়োজনীয় বিনিয়োগের দাবি জানায় । কনভেনশনে বক্তব্য রেখেছেন বিশ্বরূপ ব্যানার্জী , দীপক ঘোষ ও রথিন রায় ।

No comments:

Post a Comment