Sunday 13 November 2022

কাজ নেই তাই ইস্পাতনগরী থেকে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে যুবক-যুবতীরা : পদযাত্রা ঘুরল ৮ ও ৯ নং ওয়ার্ড ।

 


দুর্গাপুর,১৩ই নভেঃ : একটা সময় ছিল যখন শুধু জেলা নয় এই রাজ্য সহ গোটা দেশ থেকে মানুষ দুর্গাপুরে আসতেন কাজের খোঁজে । ১৯৬০ এর দশক থেকে দুর্গাপুরে গড়ে ওঠে একের পর এক ভারি ও মাঝারি শিল্প , যার অধিকাংশই ছিল কেন্দ্র ও রাজ্য সরকারি রাষ্ট্রায়ত্ব সংস্হা । কিন্তু প্রথমে বাজপেয়ী সরকারের ও পরে মোদি সরকারের আমলে ক্রমাগত অবস্হার অবনতি ঘটছে । পাল্লা দিচ্ছে  বর্তমানে রাজ্যের মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকার। আজ খোদ দুর্গাপুরে কাজের অভাবে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে যুবক-যুবতীরা। স্হায়ী কাজের কমছে,বাড়ছে ঠিকা কাজ । সেই কাজের নিয়োগ ঘিরে চলছে অবাধ দূর্ণীতি ,দিতে হয় কাটমানি,ফুলে-ফেঁপে উঠছে শাসক তৃণমূলের নেতারা । চলছে অবৈধ কয়লা-বালি-গরু-স্ক্র্যাপ ব্যবসা আর তোলাবাজি। তার সাথে চলেছে  ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলে দুর্গাপুর ইস্পাত কারখানা,অ্যালয় স্টিল প্ল্যান্ট ও সরকারি জমি ও কোয়ার্টার দখল এবং বিক্রি।

বামপন্হী গনসংগঠন গুলির পক্ষ থেকে  রুটি-রুজি-কারখানা বাঁচানো, গনতন্ত্র পুনরুদ্ধার,অবিলম্বে দুর্গাপুর পৌর নিগমের নির্বাচন ও দূর্নীতি-মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বার্তা দিয়ে  নভেম্বর মাস জুড়ে ইস্পাতনগরীতে পদযাত্রা চলছে । আজ সকালে ইস্পাতনগরীর আকবর রোড থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে প্রান্তিকার চৌরাস্তার মোড়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন নিমাই ঘোষ। পদযাত্রায় অন্যান্যদের সাথে পা মেলালেন পঙ্কজ রায় সরকার,অজিত মন্ডল,দিপক ঘোষ,সীমান্ত তরফদার,মীতা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।























No comments:

Post a Comment