Wednesday 9 November 2022

দিন যাচ্ছে , পদযাত্রায় লোক বাড়ছে : ইস্পাতনগরীতে চোর-তাড়ানো আর গনতন্ত্র পুনরুদ্ধারের দাবি জোড়ালো হচ্ছে

 


দুর্গাপুর,৯ই নভেম্বর : বামপন্হী গনসংগঠন গুলির পক্ষ থেকে  রুটি-রুজি-কারখানা বাঁচানো, গনতন্ত্র পুনরুদ্ধার ও দূর্নীতি-মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বার্তা দিয়ে  নভেম্বর মাস জুড়ে ইস্পাতনগরীতে পদযাত্রা শুরু হয়েছে । যত সময় যাচ্ছে ,ততই মানুষের ভীড় বাড়ছে ,জোরদার হচ্ছে রাজ্য ও কেন্দ্রের শাসকদলের পর্বতপ্রমান দুর্ণীতির রাজত্বের অবসান, গনতন্ত্র পুনরুদ্ধার, রুটি-রুজি-কারখানা বাঁচানো- মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর । আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বিদ্যাপতি রোড থেকে পদযাত্রা শুরু হয়ে জয়দেব-ভারতী রোড হয়ে ভারতী মোড়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন ললিত মিশ্র । পদযাত্রায় অন্যান্যদের সাথে পা মেলালেন পার্থ দাস,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,স্বপন সরকার,দিপক ঘোষ প্রমুখ।






















No comments:

Post a Comment