Monday 21 November 2022

দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনা : বন্ধ করো কারখানায় এই মৃত্যুমিছিল - দাবিতে সোচ্চার সিআইটিইউ ।

 




দুর্গাপুর,১৯শে নভেঃ : গতকাল দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনার হাড় হিম করা ঘটনার রেশ এখনো মিলিয়ে যায় নি । গত কাল ২ নং ব্লাস্ট ফার্ণেস থেকে স্ল্যাগ পট করে গলিত স্ল্যাগ নিয়ে যাওয়ার সময় স্ল্যাগ পট উল্টে যায় এবং উচ্চ তাপমাত্রা যুক্ত সেই স্ল্যাগ গড়িয়ে কাছেই কর্মরত শ্রমিকদের ওপর পড়লে ঘটনাস্হলেই কর্মরত ঠিকা শ্রমিক পল্টু বাউরি মারা । আশংকজনক অবস্হায়  অপর তিন ঠিকা শ্রমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার পরে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের তৈরি হয়েছে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন যে কর্তৃপক্ষের লাগাতার অবহেলার দুর্গাপুর ইস্পাত কারখানায় ‘ব্লাড-লেস’ ইস্পাত তৈরি কথার কথায় থাকছে । ইউনিয়নের একের পর এক সতর্কবার্তা অগ্রাহ্য করে স্হায়ী,দক্ষ শ্রমিকের পরিবর্তে অদক্ষ,ঠিকা শ্রমিকদের নিয়োগ করার ফলে লাগাতার দুর্ঘটনা ঘটছে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষের কাছে কারখানার নিরাপত্তা বৃ্দ্ধি করতে দীর্ঘদিন ধরে চলে আসা শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক বিভাগীয় সেফটি কমিটি গুলিকে অবিলম্বে সক্রিয় করার বার বার দাবি জানালেও,কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে সেই দাবি অগ্রাহ্য করছে । সেফটি কমিটি গুলিকে নিষ্ক্রিয় করে রাখার ফলে দুর্ঘটনা বেড়েই চলছে । প্রান হারাচ্ছেন শ্রমিক ও আধিকারিকরা । এরফলে শ্রমিকদের ও শ্রমিক পরিবারদের মধ্যে আতংক তৈরি হয়েছে,তাদের মনোবলে চিড় ধরেছে যা কারখানার উৎপাদনশীলতা কে ধাক্কা দিতে পারে । কর্মস্হলে সুরক্ষা পাওয়া শ্রমিকদের অধিকার । এই বিষয়ে আজ দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস ) এর কাছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে  স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন ও সেই কমিটিতে ইউনিয়ন প্রতিনিধির অন্তর্ভুক্তি সহ অন্যান্য দাবি জানানো হয় । আজ সকালে কারখানার অর্জুন মূর্তির সামনে এই ঘটনার প্রতিবাদে ইউনিয়ন এর পক্ষ থেকে মৌন অবস্হান করা হয়।পরে ব্লাস্ট ফার্ণেসের সামনে সি.আই.টি.ইউ এর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নিমাই ঘোষ,সীমান্ত চ্যাটার্জি,প্রদ্যুত মুখার্জি, বিশ্বরূপ ব্যানার্জি ও ললিত মিশ্র।




No comments:

Post a Comment