Wednesday 16 November 2022

ইস্পাতনগরীর দুই প্রান্তে দুই পদযাত্রা ।

 


দুর্গাপুর,১৬ই নভেঃ : আজ দুর্গাপুরের দুই প্রান্তে দুটি পৃথক পদযাত্রা হোল। বামপন্হী গনসংগঠন গুলির পক্ষ থেকে  রুটি-রুজি-কারখানা বাঁচানো, গনতন্ত্র পুনরুদ্ধার ও দূর্নীতি-মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বার্তা দিয়ে  নভেম্বর মাস জুড়ে ইস্পাতনগরীতে পদযাত্রা শুরু হয়েছে ।

বিকালে,ইস্পাতনগরী সংলগ্ন কমলপুর গ্রামে পদযাত্রা বেরোয় । বিখ্যাত কমলপুর পাথর খাদান বন্ধ হয়ে যাওয়ায় এই গ্রাম সহ অন্যান্য গ্রামে শয়ে শয়ে পরিবার দিশেহারা । কিন্তু রাজ্য সরকার নিশ্চুপ হয়ে বসে আছে । পদযাত্রা থেকে অন্যান্য দাবির সাথে অবিলম্বে পাথর খাদান খোলার জন্য রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে ।

সন্ধ্যায়, বামপন্হী গনসংগঠন গুলির পক্ষ থেকে  সেইল সমবায় আবাসন অঞ্চলে পদযাত্রা করা হয়। পদযাত্রা থেকে অন্যান্য দাবির সাথে অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের সম্প্রসারণ-আধুনিকীকরনের দাবি জানানো হয়। পদযাত্রা দুটিতে উপস্হিত ছিলেন দিপক ঘোষ,অজিত মন্ডল,স্বপন সরকার, পার্থ দাস,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।


















































No comments:

Post a Comment