Sunday 6 November 2022

নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপনের প্রাক্কালে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল স্বেচ্ছা রক্তদান শিবির,অংকন প্রতিযোগীতা : বেনাচিতিতে বিশাল মিছিল।

 


দুর্গাপুর,৬ই নভেঃ : নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপনের প্রাক্কালে রক্তপতাকায়  সেজে উঠেছে ইস্পাতনগরীর বিভিন্ন জায়গা। আলোক সজ্জায় সেজেছে শহীদ আশিস-জব্বার ভবন । এই উপলক্ষে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখার পক্ষ থেকে ইউনিয়ন দফ্তরে সকালে বিভিন্ন বয়েসের ছাত্র-ছাত্রীদের নিয়ে অংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। ২১১ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন । বিকালে থ্যালাসেমিয়া রোগীদের জন্য স্বেচ্ছা রক্তদান শিবিরে ৩০ জন রক্তদান করেন । উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়, বিশ্বরূপ ব্যানার্জি ,সুবীর সেনগুপ্ত,বিজয় সাহা,ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জী,কল্যান বোস প্রমুখ।

অন্যদিকে, সকালে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে  হর্ষবর্ধন রোড সেক্টর অফিসে নভেম্বর বিপ্লব বার্ষিকী ও সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিম বর্ধমান জেলার  ২৩-তম জেল সম্মেলন উপলক্ষে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে  ২৫ জন রক্তদান করেন। ১৬ জন মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেন ।বক্তব্য রাখেন সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিম বর্ধমান জেলার সম্পাদিকা শান্তি মজুমদার, আল্পনা চৌধুরী ও বিজ্ঞান মঞ্চের পক্ষে প্রদ্যুত মুখার্জী । উপস্হিত ছিলেন,মিতা ভট্টাচার্য,মাধুরী দাস,সুস্মিতা দাস,সুপ্রিয়া দত্ত প্রমুখ ।

বিকালে,বামপন্হী গনসংগঠনগুলির ডাকে রুটি-রুজি- কারখানা বাঁচানো,অবিলম্বে দুর্গাপুর পৌর নিগম ও সমবায় সংস্হা গুলিতে  নির্বাচন ও গনতন্ত্র পুনরুদ্ধার  এবং রাজ্য ও কেন্দ্রে শাসকদলের অবাধ দুর্ণীতির বিরুদ্ধে বার্তা দিয়ে বেনাচিতি বাজারের ভিরিঙ্গী মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত বিশাল মিছিল হয়। মিছিলে ছিলেন গৌরাঙ্গ চ্যাটার্জী,পার্থ মুখার্জি,বিপ্রেন্দু  চক্রবর্তি,শ্যামা ঘোষ,মহাদেব পাল প্রমুখ।



























































































No comments:

Post a Comment