Thursday 17 November 2022

ইস্পাতনগরীর সমবায় সমিতি গুলি কোন পথে ?

 


দুর্গাপুর ,১৭ই নভেম্বর : শুরু হয়েছে সমবায় সপ্তাহ পালন । সমবায় সপ্তাহ ( ১৪ই – ২০ শে নভেম্বর ) উপলক্ষে ইস্পাতনগরীর সমবায় আন্দোলনের স্নায়ু কেন্দ্র বেনাচিতি হাউসে এই বিষয়ে কোন প্রচার নেই ! অথচ ২০১১ সালের আগে সমবায় সপ্তাহে বেনাচিতি হাউস সেজে উঠত রং-বেরং পোস্টার-ফেস্টুন,আলোকসজ্জ্বায় । অনুষ্ঠিত বক্তৃতা-সেমিনার । আলোচনায় অংশগ্রহন করতেন সমবায় আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিবর্গ,অর্থনীতিবিদ,সমবায়  সদস্যবৃন্দ সহ সমাজের সর্বস্তরের মানুষ । ২০১১ সালে তৃণমূল সরকার আসার পর থেকে চিত্রটা আস্তে আস্তে পাল্টাতে শুরু করে । সমবায় সপ্তাহ পালন গুরুত্বহীন করে সমবায় আন্দোলনে ওপর আঘাত হানা হয় । অন্যদিকে রাজ্যের সুবিখ্যাত ডিএসপি এমপ্লয়িজ কনজিউমার কোঃ অপারেটিভ ও ডিএসপি এমপ্লয়িজ ক্রেডিট সোসাইটি দখলের উদ্দ্যেশ্য নিয়ে প্রথমে নির্বাচিত বোর্ডের পরিবর্তে জোর করে প্রশাসক বসিয়ে দেয় শাসক তৃণমূল কংগ্রেস । পরে নির্বাচনের নামে প্রহসন করে সরাসরি গুণ্ডা লেলিয়ে দিয়ে সমবায় সমিতি দুটি কে সরাসরি দখল করে । কিন্তু অযোগ্য ও দুর্ণীতগ্রস্হ বোর্ডের অধীনে সমবায় সমিতি দুটির অবস্হা সঙ্গীন হয়ে উঠলে,নির্বাচনের পরিবর্তে আবার প্রশাসক বসিয়ে দেয় শাসক তৃণমূল কংগ্রেস ।

দুর্গাপুর ইস্পাত কারখানা চালু হওয়ার পর থেকেই  ইস্পাতনগরীতে সমবায় আন্দোলন বিস্তার লাভ করতে শুরু করে। ১৯৫৭ সালে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মরতদের তৈরি হয় ডিএসপি এমপ্লয়িজ কনজিউমার কোঃ অপারেটিভ । নায্য মূল্যের দৈনন্দিন জিনিষপত্র ও রেশনের জিনিষ সরবরাহের জন্য শুধুমাত্র ইস্পাতনগরী বা দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরতদের জন্য নয়,সমগ্র দুর্গাপুরবাসীর স্বার্থে অনবদ্য ভুমিকা পালন করে চলেছে  এই কনজিউমার কোঃ অপারেটিভ। কিন্তু নির্বাচিত বোর্ডের পরিবর্তে সমিতির কর্মরত দুই কর্মচারীর মাধ্যমে( বিনা ভাতায় ) এআরসিএস এই অতিবৃহৎ সমিতি পরিচালনা করার ফলে তীব্র সংকটের মুখে পড়েছে এই সমবায় সমিতি ও সমিতিতে কর্মরত শ্রমিক-কর্মচারীরা। নতুন শ্রমিক-কর্মচারী নিযুক্ত করা যাচ্ছে না। ২০১১ সালে কর্মরতদের সংখ্যা ছিল ২০০ এর বেশী । বর্তমানে তা হ্রাস পেয়ে হয়েছে মাত্র ৬০। মুনাফার অনুপাত কমেই চলেছে । ডিএসপি কোঃ অপারেটিভ সোসাইটি এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর সম্পাদক সীমান্ত তরফদার বলেছেন যে সমিতির হাল ফেরাতে গনতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি অবিলম্বে নির্বাচন করতে হবে ।









No comments:

Post a Comment