Wednesday 23 November 2022

সিআইটিইউ এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২২শে নভেঃ : গত রবিবার( ২০শে নভে: ) দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় দুই ঠিকা শ্রমিকের মৃত্যুর পরে শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে দুর্গাপুর ইস্পাত কারখানা।আহত আরও দুই দুই ঠিকা শ্রমিকের অবস্হা আশংকাজনক। এই বছরের গোড়ার দিকে ( ১৮ই ফেব্রু ) কারখানার বিওএফ বিভাগে কনভার্টারে রিলাইনিং এর কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসের প্রভাবে ৭ জন ঠিকা শ্রমিক অসুস্হ পড়েন।ঐ দুর্ঘটনায় তিন জন ঠিকা শ্রমিক মারা যান। দ্রুত গতিতে বাড়ছে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত শ্রমিকদের মধ্যে ঠিকা শ্রমিকদের সংখ্যা । সেইল ও আরআইএনএল-এ বর্তমানে প্রায় ৮০,০০০ হাজার ঠিকা শ্রমিক কর্মরত আছেন। একই অবস্হা দুর্গাপুর ইস্পাত কারখানায়। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে কর্তৃপক্ষ কে বারংবার সতর্ক করা হোলেও, তা অগ্রাহ্য করে স্হায়ী,দক্ষ শ্রমিকের পরিবর্তে অদক্ষ,ঠিকা শ্রমিকদের নিয়োগ করার ফলে লাগাতার দুর্ঘটনা ঘটছে বলে ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে,কর্মরত ঠিকা শ্রমিকদের সেফটি ট্রেনিং যথাযথ না করিয়ে বিপজ্জনক জায়গায় কাজে পাঠানো,আধিকারিকদের বিনা তত্বাবধানে ঠিকা শ্রমিকদের কাজে লাগানো, সেফটি কমিটি গুলিকে নিষ্ক্রিয় করে রাখার ফলে দুর্ঘটনা বেড়েই চলছে  বলে সিআইটিইউ অভিযোগ তুলেছে। ইতিমধ্যে সেইল ও আরআইএনএল-এর বেতন-চুক্তির জন্য যে মউ-চুক্তি করা হয়েছে, সেই চুক্তিতে স্হায়ী শ্রমিকদের চুড়ান্ত বঞ্চনা করা হয়েছে । অন্যদিকে এই চুক্তিতে ঠিকা শ্রমিকদের সম্পূর্ণ ভাবে বাইরে রেখে কর্তৃপক্ষ তাদের প্রতি চুড়ান্ত অসম্মান প্রদর্শন করছে বলে অভিযোগ জানিয়েছে সিআইটিইউ। ঠিকা শ্রমিকদের বেতন-চু্ক্তিতে অন্তর্ভু্ক্তি, ভাতা বৃদ্ধি নয়,বাড়াতে হবে ঠিকা শ্রমিকদের মূল বেতন,সম কাজে সম বেতনের দাবিতে সিআইটিইউ জোরদার আন্দোলন গড়ে তুলেছে । বিগত ২০২১ সালের ২২শে অক্টোবর রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইল- আরআইএনএল এর  শ্রমিকদের বেতন চুক্তির জন্য এনজেসিএস এর সভায় বেতন-চুক্তি করতে চেয়ে একটি মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট স্বাক্ষর হয়।সিআইটিইউ এই মেমোরেন্ডাম অফ সেটেলমেন্টে সই করেনি। মূল চুক্তি এখনো বাকি আছে।প্রসংগত,২০১৭ সালের ১লা জানুঃ থেকে সেইল-আরআইএনএল এর স্হায়ী ও ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি বকেয়া হয়ে পড়ে আছে । কর্তৃপক্ষের এই টালবাহনার বিরুদ্ধে সিআইটিইউ লাগাতার আন্দোলন গড়ে তুলেছে ।

আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা সকাল ও দুপুরে অর্জুন মূর্তির সামনে কারখানায় সুরক্ষা সুনিশ্চিত করা,স্হায়ি ও ঠিকা শ্রমিকদের অবিলম্বে পুর্ণাঙ্গ বেতন-চুক্তি ও বকেয়া বিষয়ের ফয়সালা, অবিলম্বে জমি-কোয়ার্টারের লিজ/লাইসেন্সিং দাবিতে এবং ভাইজাগ স্টিল প্ল্যান্টের বেসরকারিকরনের বিরুদ্ধে আন্দোলনরত শ্রমিকদের ওপরে পুলিশী আক্রমন ও গ্রেপ্তারীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জোড়ালো বিক্ষোভ দেখান । উপস্হিত ছিলেন সীমান্ত চ্যাটার্জি, বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র সহ অন্যান্য নেতৃত্ব ।













 

No comments:

Post a Comment