Monday 7 November 2022

ইস্পাতনগরীতে ১০৬-তম নভেম্বর বিপ্লব দিবস পালিত হল ।

 


দুর্গাপুর,৭ই নভেঃ : ১৯১৭ সালের ৭ই নভেঃ থেকে ১৭ই নভেঃ তৎকালীন রাশিয়া কমরেড লেনিনের সুযোগ্য  নির্দেশনায় বলশেভিক পার্টির নেতৃত্বে নভেম্বর বিপ্লব পৃথিবীর প্রথম শ্রমিক শ্রেনীর সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের জন্ম দিয়েছিল । বিপ্লবের ১০৬-তম দিবসে আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে ইস্পাতনগরীতে মহান নভেম্বর বিপ্লব কে স্মরণ করা হয় । সকালে বি.টি.রণদিভে ভবন,চিত্তব্রত মজুমদার ভবন,অ্যালয় স্টিল প্ল্যান্ট ইউনিয়ন দপ্তর সহ অন্যান্য জায়গায় মহান নভেম্বর বিপ্লব কে স্মরণ করে রক্তপতাকা উত্তোলন করা হয়।শহীদ আশিস-জব্বার ভবনে রক্তপতাকা উত্তোলন করা হয়। রক্তপতাকা উত্তোলন করেন প্রবীন পার্টি নেতা সন্তোষ দেবরায় । শহীদ বেদীতে মাল্যদান করেন সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার, দিপক ঘোষ,অজিত মণ্ডল প্রমুখ । অন্যদিকে ৫/৫ কৃত্তিবাস রোডে রক্তপতাকা উত্তোলন করেন সলিল দাসগুপ্ত । শহীদ বেদীতে মাল্যদান করেন সলিল দাসগুপ্ত,স্বপন সরকার,স্বপন ব্যানার্জী,আল্পনা চৌধুরী প্রমুখ। এই উপলক্ষে ,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর পক্ষ থেকে বি.টি.রণদিভে ভবন থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট পর্যন্ত সব কটি রোটারি লাল পতাকায় সাজিয়ে তোলা হয়েছে ।














No comments:

Post a Comment