Friday 4 November 2022

রুটি-রুজি-কারখানা বাঁচানো, গনতন্ত্র পুনরুদ্ধার ও দূর্নীতি-মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বার্তা দিয়ে ইস্পাতনগরীর রাস্তায় ঘুরল মশালবাহী পথযাত্রা ।

 


দুর্গাপুর,৪ঠা নভেঃ : রুটি-রুজি- কারখানা বাঁচানো,অবিলম্বে দুর্গাপুর পৌর নিগম ও সমবায় সংস্হা গুলিতে  নির্বাচন ও গনতন্ত্র পুনরুদ্ধার  এবং বিরুদ্ধে বার্তা দিয়ে ইস্পাতনগরীতে শুরু হল মশালবাহী পথযাত্রা । আজ সন্ধ্যায় ,সিপিআই(এম)) এর দুর্গাপুর ইস্পাত ২ ও ১ এরিয়া কমিটির ডাকে  ইস্পাতনগরীর চন্ডিদাস থেকে পথযাত্রা বেরিয়ে রাজেন্দ্রপ্রসাদ ও সি-জোন ঘুরে সেপকো কলোনীতে পথযাত্রা শেষ হয়। রাজ্যের জ্বলন্ত সমস্যার সাথে সাথে অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বেসরকারীকরনের প্রস্তাব বাতিল, ডিএসপি কারখানার  উৎপাদন ক্ষমতা বার্ষিক ১০ মিলিয়ন টন করার জন্য কেন্দ্রীয় বিনিয়োগ , ডিএসপি ও মনেট কারখানার  উচ্ছেদ হওয়া ঠিকা-শ্রমিকদের পুনর্বহাল ,বস্তি অঞ্চল ও সংলগ্ন গ্রামাঞ্চলে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ,বছরে ১০০ দিনের কাজ,বিভিন্ন ভাতা ও রেশন কার্ড,জরাজীর্ণ রাস্তাঘাট সারাই,জল-বিদ্যুৎ-স্বাস্হ্য ব্যবসহার বেহাল দশা থেকে পরিত্রান,ঠিকা শ্রমিকদের কাজে নিযুক্তি ও বেতন নিয়ে শাসক তৃণমূল দলের নেতাদের বেলাগাম দূর্ণীতি-দুর্বৃত্তায়ন এবং কয়লা-বালি-স্ক্র্যাপের ও ডিএসপির জমি-কোয়ার্টার নিয়ে শাসক দল ও পুলিশের যৌথ লুঠ অবিলম্বে বন্ধের দাবিতে সোচ্চার পদযাত্রার প্রথম দিনেই বিপুল মানুষের অংশগ্রহনে এলাকার মানুষ ও পথচলতি মানুষের মধ্যে সংগ্রামের সোচ্চার বার্তা পৌঁছে দিল । পদযাত্রার শেষে সভায় বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও স্বপন সরকার । এছাড়াও পদযাত্রায় ছিলেন পার্থ দাস,সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জি,আল্পনা চৌধুরী প্রমুখ ।























 

No comments:

Post a Comment