Thursday 24 November 2022

ইস্পাতনগরীতে পদযাত্রা ।

 


দুর্গাপুর,২৪শে নভেঃ : রুটি-রুজি- কারখানা বাঁচানো,অবিলম্বে দুর্গাপুর পৌর নিগম ও সমবায় সংস্হা গুলিতে  নির্বাচন ও গনতন্ত্র পুনরুদ্ধার  এবং বিরুদ্ধে বার্তা দিয়ে নভেম্বর মাস জুড়ে ইস্পাতনগরীতে পদযাত্রা চলছে। আজ সন্ধ্যায় ,বামপন্হী গনসংগঠন গুলির আহ্বানে ইস্পাতনগরীর বি-জোন পোস্ট অফিস  থেকে পদযাত্রা বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে মহিস্কাপুর রোডে পদযাত্রা শেষ হয়। অন্যান্য জ্বলন্ত সমস্যার সাথে সাথে অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বেসরকারীকরনের প্রস্তাব বাতিল, ডিএসপি কারখানার  উৎপাদন ক্ষমতা বার্ষিক ১০ মিলিয়ন টন করার জন্য কেন্দ্রীয় বিনিয়োগ , ডিএসপি ও মনেট কারখানার  উচ্ছেদ হওয়া ঠিকা-শ্রমিকদের পুনর্বহাল,কমলপুর পাথর খাদান অবিলম্বে খোলা ,বস্তি অঞ্চল ও সংলগ্ন গ্রামাঞ্চলে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ,বছরে ১০০ দিনের কাজ,বিভিন্ন ভাতা ও রেশন কার্ড,জরাজীর্ণ রাস্তাঘাট সারাই,জল-বিদ্যুৎ-স্বাস্হ্য ব্যবসহার বেহাল দশা থেকে পরিত্রান,ঠিকা শ্রমিকদের কাজে নিযুক্তি ও বেতন নিয়ে শাসক তৃণমূল দলের নেতাদের বেলাগাম দূর্ণীতি-দুর্বৃত্তায়ন এবং কয়লা-বালি-স্ক্র্যাপের ও ডিএসপির জমি-কোয়ার্টার নিয়ে শাসক দল ও পুলিশের যৌথ লুঠ অবিলম্বে বন্ধের দাবিতে সোচ্চার পদযাত্রা মানুষের মধ্যে সংগ্রামের সোচ্চার বার্তা পৌঁছে দিল । পদযাত্রার শেষে সভায় বক্তব্য রাখেন আশিসতরু চক্রবর্তি ও স্বপন সরকার । এছাড়াও পদযাত্রায় ছিলেন পার্থ দাস,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি,আল্পনা চৌধুরী প্রমুখ ।

 
















No comments:

Post a Comment