Monday 21 November 2022

ইস্পাতনগরীতে বামপন্হী গনসংগঠন গুলির ডাকে বরো অফিসে বিক্ষোভ সমাবেশ ।

 


দুর্গাপুর,২১শে নভেঃ : আজ বিকালে ইস্পাতনগরীতে বামপন্হী গনসংগঠন গুলির ডাকে বরো অফিসে বিক্ষোভ সমাবেশ হয় । দুর্গাপুর ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলের অধিবাসীবৃন্দ দলে দলে দুর্গাপুর পৌর নিগমের ১ নং বরো অফিসে বস্তিবাসীদের বিভিন্ন দাবি-দাওয়ার অবিলম্বে সমাধানের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশে যোগদান করেন ।

২০১৭ সালে দুর্গাপুরের পৌর নির্বাচনে ভয়াবহ রিগিং করে ক্ষমতায় আসীন হয়েছিল বর্তমান তৃণমূল পরিচালিত বোর্ড ।নির্বাচনের দিনে প্রায় ২০০০০ হাজার সশস্ত্র দুষ্কৃতি কে জড়ো করে দুর্গাপুরের পৌর নির্বাচন ‘জিতে’ ছিলেন তৃণমূলের  কাউন্সিলাররা,এই অভিযোগ আগেই ছিল ।এর সাথে যুক্ত হয় বল্গাহীন দূর্ণীতি,কাটমানি,ধারাবাহিক অকর্মণ্যতা-অপব্যয়-অপচয়। ইতিমধ্যে দুর্গাপুর পৌর নিগমের মেয়াদ শেষ হলেও নির্বাচন ঘোষনা না করে শাসক তৃণমুল কংগ্রেস খিড়কি দরজা দিয়ে পুনরায় দুর্গাপুর পৌর নিগমের “দখল” করার চেষ্টা করেছে বলে বক্তারা অভিযোগ করেন।তাই অবিলম্বে স্বচ্ছ পৌর নির্বাচন করে গনতন্ত্র ফেরাতে সরব হলেন বক্তারা ।দূর্ণীতি,কাটমানি,ধারাবাহিক অকর্মণ্যতা-অপব্যয়-অপচয়ের বিরুদ্ধে আনা অভিযোগের অবিলম্বে প্রতিবিধান করার দাবি জানানোর পাশাপাশি,সরকরি ঘোষনা অনুযায়ী সকল মহিলা কে লক্ষীর ভাণ্ডারের ভাতা,বিধবা ও বৃদ্ধদের বিধবা ও বার্ধক্য ভাতা প্রদান,পরিশ্রুত পানীয় জলের ব্যবস্হা ও বর্তমান ব্যবস্হা উন্নতিকরন,বস্তির নাগরিকদের বাসস্হানের পাট্টা,ডেঙ্গু সহ সংক্রামক রোগের প্রতিরোধের জন্য কার্যকরি ব্যবস্হা,জঙ্গল,কমিউনিটি ল্যাট্রিন, ড্রেন ও পয়োঃপ্রনলী ব্যবস্হার নিয়মিত সাফাই,শিশু শিক্ষা ও আইসিডিএস কেন্দ্রের পূর্ণাঙ্গ সংস্কার,বরোর সমস্ত নাগরিকের রেশন কার্ড ও সকল গরীব মানুষ কে বিপিএল কার্ড প্রদান সুনিশ্চিত করা,সমস্ত পরিবার কে ‘স্বাস্হ্য সাথী’ প্রকল্পে অন্তর্ভুক্ত করা ও চিকিৎসা পেতে হয়রানি বন্ধ,প্রত্যেক গরীব মানুষের বছরে ১০০-দিনের কাজ সুনিশ্চিত করা,ইস্পাতনগরীর জমি-কোয়ার্টারের মাফিয়াদের অবৈধ দখলদারি অবিলম্বে বন্ধ, অবিলম্বে কমলপুরে পাথর খাদান খোলা,আবর্জনা ফেলার জন্য প্রয়োজনীয় ডাস্টবিন ও পরিস্কার  প্রভৃতি দাবিতে অবস্হান- বিক্ষোভ সমাবেশ চলে। আগের থেকে জানানো থাকলেও,বরো চেয়ারম্যান রীনা চৌধুরী বিক্ষোভ-সমাবেশ চলার সময় ‘অনুপস্হিত’ ছিলেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বরো চেয়ারম্যানের ‘অনুপস্হিত’ নিয়ে কটাক্ষ ছুঁড়ে বক্তারা হুঁশিয়ার দেন যে পালিয়ে গিয়ে কোন লাভ হবে না। অবিলম্বে  সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। বক্তব্য রাখেন পঙ্কজ রায় সরকার,পার্থ দাস,বিশ্বরূপ ব্যানার্জি,মাধবী দাস,আশিসতরু চক্রবর্তি,সীমান্ত তরফদার,স্বপন সরকার,অজিত মন্ডল প্রমুখ। সমাবেশ চলাকালিন এক প্রতিনধি দল বরো দফ্তরে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দেয় ।































No comments:

Post a Comment