Wednesday 12 December 2018

অর্চনা ভট্টাচার্যের সংগ্রামী জীবন-চর্চা পার্টি কর্মিদের রপ্ত করতে হবে : নেতৃবৃন্দ




দুর্গাপুর,১২ই ডিসেঃ : আজ ইস্পাতনগরীর ডিভিসি অডিটোরিয়ামে প্রয়াত পার্টি নেত্রী ও দুর্গাপুরের প্রাক্তন বিধায়িকা অর্চনা ভট্টাচার্যের স্মরণ সভায় তাঁর অসামান্য সংগ্রামী জীবন ও আদর্শ কমিউনিস্ট হিসেবে গড়ে তোলার জন্য জীবনের শেষ পর্যায় পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার অদম্য চেষ্টা কে শ্রদ্ধার সাথে স্মরন করেন নেতৃবৃন্দ । গত ১৪ই নভেঃ তাঁর জীবনাবসান হয় । পরিপূর্ণ অডিটোরিয়ামে শ্রদ্ধা জানাতে উপস্হিত ছিলেন পার্টি ও গন সংগঠনের জেলা ও এরিয়া নেতৃত্ব সহ বহু সাধারন মানুষ । লক্ষনীয় সংখ্যায়  উপস্হিত হয়েছিলেন মহিলারা । উপস্হিত ছিলেন তাঁর তিন মেয়ে,জামাই ও নাতি । উপস্হিত ছিলেন সিপিআই, জাতীয় কংগ্রেস,ফঃ ব্লকের নেতৃবৃন্দ । শোক প্রস্তাব উথ্থাপন করেন কাজল চ্যাটার্জী । স্মৃতিচারনা করতে গিয়ে প্রবীন পার্টি নেতা রথিন রায় বলেন দুর্গাপুরের শ্রমিক আন্দোলনের ইতিহাস মহিলাদের অতুলনীয় সংগ্রমী ভূমিকার  উল্ল্যেখ ছাড়া অসম্পূর্ন  থাকবে এবং এই সংগ্রামের  অন্যতম কাণ্ডারী ছিলেন অর্চনা ভট্টাচার্য । ৭০’এর দশকের গোড়ায় পুলিশ-সিআরপিএফ-শাসকদলের যৌথ আক্রমনের সামনে দাঁড়িয়ে মহিলাদের  বীরত্বপূর্ন লড়াই এর সামনের সারিতে থেকে ছিলেন । মহিলাদের সংগঠিত করার জন্য পায়ে হেটে ইস্পাতনগরী সহ দুর্গাপুর ঘুরে বেড়িয়েছেন । দুর্গাপুর মহিলা সংসদ ও পরে পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক মহিলা সমিতির অগ্রনী নেতৃত্ব হিসাবে অবিভক্ত বর্ধমান জেলার সভানেত্রী ও রাজ্য কমিটির সদস্যা হয়েছিলেন ।পার্টির লোক্যাল কমিটির সম্পাদিকা ও জোনাল কমিটির সদস্যা হিসাবে দায়িত্ব পালন করেছেন ।  গরীব মানুষ বিশেষতঃ মহিলাদের ভরসার জায়গা ছিলেন তিনি । ইস্পাতনগরীতে গার্হস্হ হিংসার বিরুদ্ধে তাঁর ভূমিকার সুফল আজও ভোগ করছেন মহিলারা । আত্মপরিচয়-বিমূখ এই অসাধারন নেত্রীর গুনাবলী আমাদের রফ্ত করতে হবে বলে আহ্বান জানান পার্টির পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী । এছাড়াও বক্তব্য রেখেছেন আল্পনা চৌধুরী,নির্মল ভট্টাচার্য ও সন্তোষ দেবরায় ।























No comments:

Post a Comment