Thursday 6 December 2018

সামাজিক ঐক্য,সৌভ্রাতৃত্ব ও প্রগতির স্বার্থে ইস্পাতনগরীতে হাঁটলো সম্প্রীতির মিছিলে ।




দুর্গাপুর,৬ই ডিসেঃ : আজ বিকালে ৬ই ডিসেঃ বাবরি মসজিদ ধ্বংসের ২৬-তম বার্ষিকী ও বাবা সাহেব আম্বেদকারের মৃত্যুবার্ষিকীর দিনে ইস্পাতনগরীর নেতাজি ভবনের সামনে ডঃ বিধান রায়-এর মূর্তির সামনে থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত সামাজিক ঐক্য,সৌভ্রাতৃত্ব ও প্রগতির স্বার্থে  এক বিশাল মিছিল পথ হাঁটলো । বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও গন সংগঠন ,সাংস্কৃতিক-মানবাধিকার-প্রতিবন্ধী সংগঠন ও বিভিন্ন ক্লাব এই মিছিলে অংশ নেয় ।
       
এই মিছিলের জন্য প্রস্তুতির উদ্দ্যেশে ইস্পাতনগরীর বি.টি রণদিভে ভবনে গত ৩০শে নভেঃ  এক সভা হয়। দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় এর লিখিত আহ্বানে সাড়া দিয়ে এই সভায় যোগদান করেন বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক সংগঠন এবং ট্রেড ইউনিয়ন,রাজনৈতিক দল ও গন সংগঠনের নেতৃবৃন্দ ।

আজ সকালে এক পৃথক অনুষ্ঠানে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে ইস্পাতনগরীর চন্ডিদাস সেক্টর অফিসে “সম্প্রীতির জন্য রক্তদান” অনুষ্ঠানে ৩০ জন যুবক-যুবতী রক্তদান করেন ।
























No comments:

Post a Comment