Thursday 13 December 2018

ইস্পাতনগরীর বাড়ী-জমি লিজিং-লাইসেন্সিং ও অনায্য জল-বিদ্যুৎ এর মাসুল এর প্রতিবাদে নগর-প্রশাসনিক দফ্তরে বিক্ষোভ সমাবেশ।




দুর্গাপুর,১৩ই ডিসেঃ : আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর-প্রশাসনিক দফ্তর টি.এ.বিল্ডিং-এ বিক্ষোভ সমাবেশ হোল। দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী – ঠিকা-অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও বিভিন্ন সমবায়ের শ্রমিক-কর্মচারীরা এই বিক্ষোভ সমাবেশে যোগদান করেন । দীর্ঘদিন ধরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) ইস্পাতনগরীর উদ্বৃত্ব জমি ও কোয়ার্টার লিজিং-লাইসেন্সিং এর দাবিতে লড়াই করছে । কিন্তু কর্তৃপক্ষ অনায্যভাবে ইস্পাতনগরী কে কাল্পনিক কোর ও নন-কোর অঞ্চলে ভাগ করে শ্রমিক-কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বঞ্চনা করছে । ইস্পাতনগরীর উদ্বৃত্ব জমি ও কোয়ার্টারের একটা বড় অংশ বেআইনি দখলদারদের হাতে গেলেও ,কিছু পরিমান জমি-কোয়ার্টারে লিজিং-লাইসেন্সিং হলেও অধিকাংশ শ্রমিক-কর্মচারী ও অবসরপ্রাপ্তরা বঞ্চিত রয়ে গেছেন । অন্যদিকে এন.জে.সি.এস-এর চুক্তিভঙ্গ করে কর্তৃপক্ষ একতরফা ভাবে বিদ্যুৎ-মাশুল বৃদ্ধি করেছে , এমন কি জলের ওপর মাশুল চাপিয়েছে । দু-বেলা জল সরবরাহ বন্ধ করে দিয়েছে । অবিলম্বে বাড়ী-জমি লিজিং-লাইসেন্সিং,অনায্য জল-বিদ্যুৎ এর মাসুল প্রত্যাহার ও দু-বেলা জল সরবরাহ এর দাবিতে বিক্ষোভ সমাবেশ চলাকালিন  ইউনয়ন এর এক প্রতিনিধিদল জি.এম.(টি.এ)-এর দফ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেয় । ফিরে এসে প্রতিনিধিদলের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী  সমাবেশে জানান যে কর্তৃপক্ষ আগামী ১৫ দিনের মধ্যে আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছে । আজকের সমাবেশে বক্তব্য রেখেছেন প্রকাশতরু চক্রবর্তী,ললিত মিশ্র,আকাশতরু চক্রবর্তী,আশীষ মিশ্র,দুলাল কয়াল ( এস.ই.এফ) ও বিশ্বরূপ ব্যানার্জী। উপস্হিত ছিলেন রথিন রায় ।

No comments:

Post a Comment