Friday 7 December 2018

৮-৯ই জানুঃ দেশ ব্যাপি সাধারন ধর্মঘট সফল করার জন্য ইস্পাত শ্রমিকদের জোরালো প্রস্তুতি চলছে ।




দুর্গাপুর,৭ই ডিসেঃ : ১০-টি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ও ২৭টি সর্ব ভারতীয় ফেডারেশনের আহুত আগামী ৮-৯ই জানুঃ ১২-দফা দাবিতে দেশ ব্যাপি সাধারন ধর্মঘট সফল করার জন্য ইস্পাত শ্রমিকদের জোরালো প্রস্তুতি চলছে। দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে চলছে অভূতপূর্ব শিল্প-সংকট । একের পর এক কারখানা বন্ধ হচ্ছে । হাজার হাজার শ্রমিক কাজ হারিয়েছেন । নতুন শিল্প আসে নি । ১২-দফা দাবির সাথে যুক্ত হয়েছে এএসপি বাঁচাও-ডিএসপি বাঁচাও- দুর্গাপুর বাঁচাও আন্দোলনের দাবি সমূহ এবং রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পের বেতন-চুক্তি সহ অন্যান্য দাবি । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে  ধর্মঘট কে কেন্দ্র করে ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু হয়েছে ইস্পাতনগরী এবং দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানায় । পোষ্টারিং শেষ হয়েছে । চলছে কারখানার বিভাগে বিভাগে গ্রুপ সভা,গেট সভা । আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার এস.এম.এস বিভাগে বক্তব্য রেখেছেন । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী । তিনি ধর্মঘট সফল ও আগামীকাল সৃজনী প্রেক্ষাগৃহে কেন্দ্রীয় সরকারের শিল্প ও শ্রমনীতির বিরুদ্ধে আহূত গণ কনভেনশন সফল করার আবেদন জানান । এই কনভেনশনে সি.আই.টি.ইউ এর সর্ব ভারতীয় সম্পাদক তপন সেন ,আই.এন.টি.ইউ.সি-র সর্ব ভারতীয় সভাপতি জি.সঞ্জীব রেড্ডি সহ বিভিন্ন কেন্দ্রিয় ট্রেড ইউনিয়নের কেন্দ্রিয় ও রাজ্য নেতৃবৃন্দ উপস্হিত থাকবেন ।

No comments:

Post a Comment