Tuesday 18 December 2018

দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টে শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে ৮-৯ জানুঃ সাধারন ধর্মঘটের যৌথ নোটিস জমা পড়ল ।




দুর্গাপুর,১৮ই ডিসেঃ : প্রবল বৃষ্টিপাত কে উপেক্ষা করেই আজ সকালে নির্ধারিত কর্মসূচী অনুসারে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টে শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে ৮-৯ জানুঃ সাধারন ধর্মঘটের যৌথ নোটিস জমা পড়ল । দুর্গাপুর ইস্পাত কারখানায় ইডি ( ওয়ার্কস) এর দফ্তরে ধর্মঘটের নোটিস জমা পড়ে।এখান বক্তব্য রেখেছেন ললিত মিশ্র,শম্ভূ প্রামানিক,কালি সান্যাল ও পার্থ মুখার্জী । অ্যালয় স্টিল প্ল্যান্টে জিএম ( ওয়ার্কস) এর দফ্তরে ধর্মঘটের নোটিস জমা পড়ে । বক্তব্য রেখেছেন বিজয় সাহা ও নিখিল দাস । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ)-এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন যে ৮-৯ জানুঃ সারা ভারত সাধারন ধর্মঘটের ১২-দফা দাবির সাথে  অবিলম্বে অ্যালয় স্টিল প্ল্যান্টের স্ট্র্যাটেজিক ডিসইনভেষ্টমেন্টের সিদ্ধান্ত বাতিল, দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকিকরন-সম্প্রসারন, দুর্গাপুর ইস্পাতে রাজনৈতিক কারনে উচ্ছেদ ঠিকা শ্রমিকদের কাজে পূনর্বহাল ও দুর্গাপুর ব্যারেজের আমূল সংস্কার - এই ৪-দফা স্হানীয় দাবি ধর্মঘটের নোটিসে যুক্ত করা হয়েছে । এই ৪-দফা দাবিতে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ “অ্যালয় স্টিল বাঁচাও - দুর্গাপুর ইস্পাত বাঁচাও – দুর্গাপুর বাঁচাও “ দীর্ঘ দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে ।



No comments:

Post a Comment