Sunday 9 December 2018

৮-৯ই জানুঃ দেশ ব্যাপি সাধারন ধর্মঘট সফল করার জন্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ইস্পাতনগরীতে মিছিল ।




দুর্গাপুর,৯ই ডিসেঃ : আগামী ৮-৯ই জানুঃ ১২-দফা দাবিতে দেশ ব্যাপি সাধারন ধর্মঘট সফল করার জন্য ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলে জোরালো প্রস্তুতি চলছে। দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে চলছে অভূতপূর্ব শিল্প-সংকট । একের পর এক কারখানা বন্ধ হচ্ছে । হাজার হাজার শ্রমিক কাজ হারিয়েছেন । নতুন শিল্প আসে নি । ১২-দফা দাবির সাথে যুক্ত হয়েছে এএসপি বাঁচাও-ডিএসপি বাঁচাও- দুর্গাপুর বাঁচাও আন্দোলনের দাবি সমূহ ,রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পের বেতন-চুক্তি,নূন্যতম বেতন –বার্ধক্য পেনশন-সকলের জন্য- ডিজিট্যাল রেশন কার্ড- খাদ্য-অন্ন-গৃহ সহ সামাজিক সুরক্ষার অন্যান্য দাবি ।  ধর্মঘট কে কেন্দ্র করে ইতিমধ্যেই দেওয়াল লিখন,পোষ্টারিং শুরু হয়েছে । সেক্টর গুলিতে চলছে গ্রুপ সভা, কনভেনশন,বাড়ী বাড়ী প্রচার । একই সাথে চলছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রচার ।  আজ বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির আহ্বানে ইস্পাতনগরীর ও সংলগ্ন অঞ্চলে ৮-৯ই জানুঃ দেশ ব্যাপি সাধারন ধর্মঘট সফল করার জন্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মিছিল হয় । ভাবা রোড পুকুর ঘাট থেকে মিছিল শুরু হয়ে মিছিল জেসি বোস-নিউটন-আইনস্টাইন-উইলিয়াম কেরী বস্তি সংলগ্ন অঞ্চল ঘুরে হাজরা পাড়ায় শেষ হয় । মিছিলে নেতৃত্ব দেন সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী,স্বপন ব্যানার্জী প্রমূখ ।











No comments:

Post a Comment