Thursday 27 December 2018

প্রয়াত জননেতা-শিক্ষক নিরুপম সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইস্পাতনগরীতে বিশাল শোকমিছিল ।




দুর্গাপুর,২৭শে ডিসেঃ : গত ২৪শে ডিসেঃ প্রয়াত হয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র ভূতপূর্ব পলিট ব্যুরো সদস্য ও রাজ্যের  ভূতপূর্ব বামফ্রন্ট সরকারের শিল্প ও বানিজ্য মন্ত্রী নিরুপম সেন । গতকাল বর্ধমানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে । তাঁর স্মরনে আজ বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র  দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির ডাকে এক বিশাল শোক মিছিল আশিস-জব্বার ভবন থেকে বেড়িয়ে ‘ইন্টারন্যাশানাল’ গাইতে গাইতে চন্ডিদাস বাজারে যায় । মিছিলের সামনে ছিলেন ৭২ জন লাল পতকাবাহী স্বেচ্ছাসেবী ।মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

গত শতাব্দীর ৬০-এর দশক থেকে ছাত্র-যুব আন্দোলনের সুবাদে ইস্পাতনগরীর সাথে নিরুপম সেনের সম্পর্ক গড়ে ওঠে । পরিবর্তী কালে অবিভক্ত বর্ধমান জেলার পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও তারপরে জেলা সম্পাদক হিসাবে ইস্পাতনগরীর সাথে নিরুপম সেনের সম্পর্ক নিবিরতর হয়ে ওঠে । ১৯৯১ এর থেকে উদার অর্থনীতিবাদ- ডাঙ্কেল ও পরবর্তি ডব্লু-টি-ও চুক্তি এবং অনুসঙ্গ হিসাবে সাম্পদায়িকতাবাদের ভয়ংকর আক্রমনের দিনগুলিতে  ইস্পাতনগরী ও ইস্পাত শ্রমিকদের লড়াই এর নেতা-শিক্ষক হিসাবে নিরুপম সেনের উজ্বল উপস্হিতি চিরকাল অমলিন থাকবে ।




















No comments:

Post a Comment