Sunday 23 December 2018

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হল শ্রমিক ও প্রাক্তন শ্রমিক পরিবারবর্গের মিলন উৎসব – ২০১৮।




দুর্গাপুর,২৩শে ডিসেঃ – আজ ইস্পাতনগরীর নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হল দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার বর্তমান ও প্রাক্তন স্হায়ী-ঠিকা-ব্যাঙ্ক-সমবায়  শ্রমিক-কর্মচারীদের পরিবারবর্গের  মিলন উৎসব – ২০১৮ । সকালে বেলুন উড়িয়ে মিলন উৎসব – ২০১৮ উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডঃ সত্যজিৎ বোস দুর্গাপুর । উপস্হিত ছিলেন  ( পূর্ব ) এর বিধায়ক ও প্রাক্তন ইস্পাত শ্রমিক সন্তোষ দেবরায় , রথীন রায় , জীবন রায়,পি.কে.দাস এবং দুর্গাপুর ইস্পাত কারখানার মেডিক্যাল অ্যান্ড হেলথ সার্ভিসেস এর ডাইরেক্টর ডঃ কে.এন ঠাকুর। উৎসব প্রাঙ্গনে স্বাস্হ্য পরীক্ষা শিবিরে বহু মানুষ স্বাস্হ্য পরীক্ষা করান । মিলন উৎসব এর প্রাঙ্গন জুড়ে সকাল থেকে ছিল উৎসবের আমেজ । বিভিন্ন মজাদার খেলার পাশাপাশি অনুষ্ঠিত হয় সংগীত – আবৃতি – মূকাভিনয় – ক্যুইজ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান । জনপ্রিয় লোক সংগীত পরিবেশন করেন রবি বাগদি ও সম্প্রদায়,বাউল গান পরিবেশন করেন জীবন চ্যাটার্জী  ও সম্প্রদায় । এ ছাড়াও গান-আবৃতি-স্বরচিত কবিতা পাঠ করেন দেবোত্তম মহাপাত্র,চন্দ্রিকা ভট্টাচার্য,রুবিকা সরকার,প্রলয় শর্মা অধিকারী সহ অন্যান্য শিল্পীরা । পরস্পরের মধ্যে আলাপচারিতা – আড্ডায় , ছোট ছোট ছেলে-মেয়েদের কলতানে আজ মুখর ছিল নেহেরু স্টেডিয়াম । বাড়ীর গৃহিণীরা সকাল থেকে নিশ্চিন্ত মনে অংশ নিয়েছিলেন এই উৎসবে । সকাল থেকে রাত্রি পর্যন্ত খাওয়া-দাওয়ার সুবন্দোবস্ত করেছিলেন উদ্যোক্তারা । নতুন বছরের প্রাক্কালে ভিন্ন স্বাদের উৎসবের সাক্ষী হল ইস্পাতনগরী।  আগামী বছর গুলিতে এই উৎসব হবে বলে উৎসবের উদ্যোক্তাদের পক্ষ থেকে জানিয়েছেন বিশ্বরূপ ব্যানার্জী ।



No comments:

Post a Comment