Monday 17 December 2018

মোদি সরকারের অর্থনীতি কি ভাবে ইস্পাত শ্রমিকদের চরম বঞ্চনার দিকে ঠেলে দিচ্ছে স্লাইড সহযোগে তুলে ধরা হল।




দুর্গাপুর,১৭ই ডিসেঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ)-র উদ্যোগে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উদ্যোগ সেইল ও আর.আই.এন.এল এর সামগ্রিক পরিচালনায় এবং শ্রমিক স্বার্থ বিরোধী নীতি গ্রহনের ক্ষেত্রে কি ভাবে মোদি সরকারের ধান্দার অর্থনীতি কাজ করছে তা অনবদ্যভাবে স্লাইড সহযোগে তুলে ধরেন ইউনিয়নের পক্ষে কালি সান্যাল,ললিত মিশ্র ও দিপক ঘোষ । কি ভাবে মোদি সরকারের অর্থনীতি বিগত এন.জে.সি.এস এর বিভিন্ন বকেয়া সহ পেনশন,নাগরিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করছে ,বিভিন্ন তথ্য-পরিসংখ্যান তাও তুলে ধরা হয়। একই সাথে অ্যালয় স্টিল ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের প্রয়োজনীয়তা কেবল রাজ্য-দেশের অর্থনীতি নয় ,কর্মরত শ্রমিকদের সাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্যও কেন গুরুত্বপূর্ণ এবং প্রতি ক্ষেত্রে শ্রমিক স্বার্থ রক্ষায় ইউনিয়নের বিকল্প ও যুক্তি সম্মত প্রস্তাবের কথা তুলে ধরা হয় । অন্যদিকে ঠিকা শ্রমিকদের স্হায়ীকরন ও গ্র্যাচ্যুটির সিলিং-ভূক্ত নতুন শ্রমিকদের পেনশনের জন্য সেইল কর্তৃপক্ষের আর্থিক যোগদানের পরিমান বৃদ্ধির জন্য দাবি কেন ন্যায়সংগত তা তুলে ধরে মোদি সরকারের সর্বনাশা নীতির বিরুদ্ধে ৮-৯ই জানুঃ সারা ভারত সাধারন ধর্মঘটে কি কারনে ইস্পাত শ্রমিকদের যোগদান  অত্যন্ত গুরুত্বপূর্ণ তা প্রাঞ্জল ভাবে ব্যাখ্যা করা হয় ।



No comments:

Post a Comment