Thursday 20 December 2018

পশ্চিম বর্ধমান জেলা জুড়ে চলছে ৮-৯ জানুঃ সাধারন ধর্মঘট ও ২৬শে ডিসেঃ ব্যাঙ্ক ধর্মঘটের প্রস্তুতি ।




দুর্গাপুর,২০শে ডিসেঃ : গোটা পশ্চিম বর্ধমান জেলায় এখন ধর্মঘট কে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ছে । প্রতিদিন বিভিন্ন শিল্প সংস্হায় জমা দেওয়া হচ্ছে ধর্মঘটের নোটিশ । আজ ডিভিসি-র বিভিন্ন ইউনিটে ধর্মঘটের নোটিশ জমা পড়ে । ডিভিসি-র দুর্গাপুর ইউনিট ডিটিপিএসএ ধর্মঘটের সমর্থনে সভায় বক্তব্য রাখেন দুর্গাপুর (পূর্ব)-এর সি.পি.আই.এম  বিধায়ক সন্তোষ দেবরায়,অভিজিৎ রায় ও পীযুষ সেন । সন্ধ্যায় ইস্পাতনগরীর ভগৎ সিং মোড়ে ধর্মঘটের সমর্থনে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ সভায় বক্তব্য রাখেন রানা সরকার ( আই.এন.টি.ইউ.সি),তরুন দাস ( এ.আই.টি.ইউ.সি) ,প্রকাশতরু চক্রবর্তী ও গুরুপ্রসাদ ব্যানার্জী ( সি.আই.টি.ইউ) । উপস্হিত ছিলেন  সন্তোষ দেবরায়,বিশ্বজিত বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ । সেইলের খনি অঞ্চল বোলানি,কিরিবুরু সহ অন্যান্য অঞ্চলে ধর্মঘটের সমর্থনে প্রচার সেরে ফিরে এসে এই সভায় যোগদান করেন সি.আই.টি.ইউ নেতা বিশ্বরূপ ব্যানার্জী । ঐ সব খনিতে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলি যৌথভাবে ধর্মঘটের নোটিশ জমা দিয়েছে বলে তিনি জানিয়েছেন ।
এ দিকে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার ভবনে ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া ( বেফি)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে ২৬শে ডিসেঃ ব্যাঙ্ক ধর্মঘট এবং ৮-৯ জানুঃ সাধারন ধর্মঘটের সমর্থনে জেলা কনভেনশনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যাঙ্ক কর্মচারিরা যোগ দেন । কনভেনশনে বক্তব্য রাখেন বেফি-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক সুব্রত সিনহা ও রাজ্য সম্পাদক জয়দেব দাসগুপ্ত ।









No comments:

Post a Comment