Saturday 15 December 2018

শ্রেনী দৃষ্টি ভঙ্গীতে আসামের রাজনীতিতে পরিচিতি সত্তা ও জাতীয় নাগরিক পঞ্জীর বিষয়ে ইস্পাতনগরীতে আলোচনা সভা ।




দুর্গাপুর,১৫ই ডিসেঃ : আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে ইস্পাতনগরীতে ‘ প্রসঙ্গ আসাম : শ্রেনী দৃষ্টি ভঙ্গীতে পরিচিতি সত্তা ও জাতীয় নাগরিক পঞ্জী’ – বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । একমাত্র আলোচক ছিলেন বিখ্যাত গায়ক-গবেষক শুভপ্রসাদ নন্দী মজুমদার । তিনি অনবদ্য ভাবে বিশ্লেষন করেন যে কি ভাবে আসামে বসবাসকারী ভাষা ও জনগোষ্ঠির পরিচিতি সত্তা কে ব্যবহার করে রাজনীতি ফায়দা তোলার চেষ্টা হয়েছে । এর মধ্যে উজ্জ্বল ব্যাতিক্রম  সি.পি.আই.(এম) । তিনি তুলে ধরে কিভাবে ১৯৭৮ সালে আসাম বিধান সভা নির্বাচনে ২৫ জন বামপন্হী প্রার্থী নির্বাচিত হওয়ার পরের থেকে সংগঠিত কায়দায় আসামে একদিকে ভাষা-ভিত্তিক ,অন্যদিকে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর ধারাবাহিক ভাবে প্রচেষ্টা চলছে । এর মূল কারন আসামের শ্রেনী আন্দোলনের গতি রুদ্ধ করা । এই প্রেক্ষাপটেই জাতীয় নাগরিক পঞ্জী ও নাগরিকত্ব বিল কে কেন্দ্র করে জটিলতা তৈরি করার চেষ্টা চলছে । এই প্রচেষ্টা প্রতিহত করা না গেলে ,ভবিষ্যৎে তা উত্তর-পূর্ব সহ সারা ভারতে ভয়ঙ্কর অস্হিরতা তৈরি করতে পারে । আলোচনার শেষে  সঙ্গীত পরিবেশন করেন শুভপ্রসাদ নন্দী মজুমদার । এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী । সভার শুরুতে শুভপ্রসাদ নন্দী মজুমদার কে সম্বোর্ধিত করেন দুর্গাপুর ( পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় ও বিশ্বরূপ ব্যানার্জী । সভার সঞ্চালনা করেন সৌরভ দত্ত ।
  এ দিকে আজ দুপুর দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের গেটে ৮-৯ই জানুঃ সাধারন ধর্মঘটের সমর্থনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী ।



















No comments:

Post a Comment