Saturday 22 December 2018

ইস্পাতনগরীতে ৮-৯ জানুঃ ধর্মঘটের প্রস্তুতি তুঙ্গে : জামুড়িয়ায় শিশু ধর্ষন ও খুনের তীব্র প্রতিবাদ।




দুর্গাপুর,২২শে ডিসেঃ : ইস্পাতনগরী ও সংলগ্ন এলাকা জুড়ে ৮-৯ জানুঃ ধর্মঘটের প্রস্তুতি এখন তুঙ্গে । প্রতিদিন বিভিন্ন গ্রুপ সভা ছাড়াও চলছে সন্ধ্যায়  চলছে সভা-সমাবেশ। ইস্পাতনগরী, দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিক-কর্মচারি-ঠিকা শ্রমিক- ব্যাঙ্ক-পি এ্যান্ড টি -সমবায় শ্রমিক-অসংগঠিত শ্রমিকদের মধ্যে ৮-৯ জানুঃ সাধারন ধর্মঘটের ১২-দফা দাবি ও সাথে যুক্ত দুর্গাপুরের ৪-দফা দাবিতে প্রচার চলছে । বাজারি ও অন্যান্য মিডিয়ার দিকে দৃকপাত না করেই  ধারাবাহিকভাবে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রচার কর্মসূচিতে অংশ গ্রহন করছেন । সি.আই.টি.ইউ একক ভাবে ও অন্যান্য কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির ( বি.এম.এস বাদে )সাথে যৌথ ভাবে জোরদার প্রচার চালাচ্ছে । আজ সন্ধ্যায় সেইল সমবায় অঞ্চলে কবিগুরু মোড়ে ( ২য় স্টপেজ ) ধর্মঘটের সমর্থনে সি.আই.টি.ইউ এর সভা হল । বক্তব্য রেখেছেন স্বপন মজুমদার,আশিস মিশ্র, ললিত মিশ্র (সি.আই.টি.ইউ) ও সুব্রত সিনহা ( বেফি )।
  এ দিকে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর ডেভিড মোড়ে ,সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত  পক্ষ থেকে জামুড়িয়ায়  ৭ বছরের শিশু কন্যার ধর্ষন ও নৃশংস খুন এবং রাজ্যে মহিলাদের ওপরে বেড়ে চলা হিংসার প্রতিবাদে সভা হয় । বহু মহিলা এই সভায় যোগ দেন । বক্তব্য রাখেন আল্পনা চৌধুরী ,শেলি মন্ডল,সোমা তরফদার ও কল্যানী বসু ঠাকুর ।



No comments:

Post a Comment